“**প্লাস্টিক দূষণ সমাপ্ত করুন**” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে শরীয়তপুরে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন ২০২৫) দুপুর ১২:৩০ মিনিটে পরিবেশ অধিদপ্তর, শরীয়তপুর এর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এবারের আলোচনা সভার মূল আলোচ্য বিষয় ছিল:
**“চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ।”**
সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, শরীয়তপুরের সহকারী পরিচালক রাসেল নোমান ]। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন অফিসের কর্মকর্তা, বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের মালিকবৃন্দ, স্বাস্থ্য কর্মকর্তা ও পরিবেশ কর্মী।
আলোচকরা বলেন,আমরা চিকিৎসা সেবা দিচ্ছি, কিন্তু সেই সেবার বর্জ্য যদি সঠিকভাবে নিষ্পত্তি না হয়, তাহলে তা পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এ কারণে বর্জ্য ব্যবস্থাপনায় নিয়ম মেনে চলা জরুরি।”
বিশেষ করে ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালগুলোতে মেডিকেল বর্জ্য (শরীরের অংশ, ইনজেকশন, পিচকারি, গজ, ব্যান্ডেজ ইত্যাদি) সঠিকভাবে পৃথক, সংরক্ষণ ও নিষ্পত্তি করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় উপস্থিত বক্তারা আরও বলেন, শুধু দিবস উদযাপন নয়, প্রতিদিনের কাজে পরিবেশ রক্ষা নিশ্চিত করতে হবে। প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও এ বিষয়ে সচেতন হতে হবে।”
এসময়ে আরো উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ,জেলার স্বাস্থ্যকর্মী ও ক্লিনিক প্রতিনিধিরা, স্থানীয় পরিবেশবিদ ও সাংবাদিকগণ বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।
আলোচনা শেষে উপস্থিতদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং সকল প্রতিষ্ঠানে পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
You cannot copy content of this page